আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা

| বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা, যিনি কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছেন। অন্তর্বর্তী সরকার একই সঙ্গে কমিশনের দুই সদস্যও নিয়োগ দিয়েছে। হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামিম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে সদস্য করা হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন জিনাত আরা। তিনি কমিশনে সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের স্থলাভিষিক্ত হবেন। সরকারের পালাবাদলের পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পদত্যাগ করেন। গত ১৩ অগাস্ট তার পদত্যাগপত্র গ্রহণের প্রজ্ঞাপন জারি করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ পৃথক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পাশাপাশি এই তিনজনের নিয়োগের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন) এর ধারা ৫ এর উপধারা () ()-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে দরপতন ৩৪৭ কোম্পানির
পরবর্তী নিবন্ধজোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত