আইজিএমআইএস কলেজে এমবিএ ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার (১৯ জুলাই) সম্পন্ন হয়েছে। প্রভাষক সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, ভাইস-চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বাস্তবতার নিরিখে প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে প্রবেশ ও টিকে থাকতে সকল শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থেকে গভীর জ্ঞান অর্জন ও গবেষণার প্রতি গুরুত্ব প্রদানের উপদেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভার্ণিং বডির সভাপতি এবং চবি মার্কেটিং বিভাগের প্রফেসর বজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের হেড অব মার্কেটিং ওমর হান্নান,ইগমিস কলেজের সহকারি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া,কলেজের প্রতিষ্ঠাতা খাদিজা পারভিন ও অধ্যক্ষ এস. এম. জাকির হোসেন। এ ছাড়া সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর বক্তব্যে সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে প্রবর্তিত প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে পড়াশুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা এবং এমবিএ প্রোগ্রামের কোর্স কারিকুলাম তুলে ধরেন।প্রফেসর বজলুর রহমান বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা শেষে নরেন সাহার পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন আদনান তাহসিন আলমদার।