ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে নেতা সানাউল্লাহ গাফারিকে শনাক্ত বা তার অবস্থানের বিষয়ে এবং ২০২১ সালে কাবুল বিমানবন্দরে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য এক কোটি ডলার করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছে। খবর বিডিনিউজের। আইএস-কে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা। অঞ্চলটির পুরনো নামে নামাঙ্কিত গোষ্ঠীটি প্রথম ২০১৪ সালে আত্মপ্রকাশ করে। এরপর থেকে তারা আফগানিস্তানের সাবেক পশ্চিমা সমর্থিত সরকার ও তালেবান, উভয়ের বিরুদ্ধে লড়াই শুরু করে। ২০২০ সালের জুনে গাফারিকে (যিনি শাহাব আল মুহাজির নামেও পরিচিত) আইএস-কে এর নেতা মনোনীত করে আইএস। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানজুড়ে আইএস-কের অভিযান অনুমোদন ও অভিযান পরিচালনার জন্য তহবিলের ব্যবস্থা করেন গাফারি।
মন্ত্রণালয়টি নভেম্বরে গাফারিকে বিশেষভাবে মনোনীতি বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গত বছরের ২৬ অগাস্ট কাবুল বিমানবন্দরে আইএসের মাত্র একজন আত্মঘাতী বোমা হামলাকারী ১৩ মার্কিন সৈন্য ও অন্তত ১৭০ জন আফগানকে হত্যা করেছে।