ক্রিকেট দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ বেলায় এসে নতুন এক স্বাদ পেতে চলেছেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার প্রথমবার খেলবেন আইএল টি–টোয়েন্টিতে। তাসকিন আহমেদের জন্য এই দুনিয়া অনেকটাই অচেনা। তার সামনেও হাতছানি এই জগতে বিচরণের। আইএল টি–টোয়েন্টির নিলামে সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়েছে দলটি। তাসকিনের ঠিকানা শারজাহ ওয়ারিয়র্জ। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের পেসারকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সংযুক্ত আরব আমিরাতের এই লিগে নিলামের আগেই দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারকে নেওয়ার কথা গত আগস্টেই জানায় দুবাই ক্যাপিটালস। সাকিব ৯ মৌসুম আইপিএলে খেললেও কখনও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেননি। বিশ্বের অন্যান্য লিগেও এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোনো দলে তার খেলা হয়নি। এবার সেই সুযোগটি পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান তিনি সামাজিক মাধ্যমে।
এমআই এমিরেটসের হয়ে আইএল টি–টোয়েন্টিতে অভিষেকের জন্য প্রস্তুত আমি। মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হওয়ার চেয়ে গর্বের মুহূর্ত আমার জন্য আর হতে পারত না। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো ক্রিস ওকস, আরেক ইংলিশ তারকা জনি বেয়ারস্টো, আফগানিস্তানের ফজল হক ফারুকী, এএম গাজানফার, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ও আকিম ওগিস এবং শ্রীলংকার কামিন্দু মেন্ডিসকে। যদিও লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে আইএল টি–টোয়েন্টিতে মেন্ডিসকে হয়তো পাবে না দলটি। নিলামে নিজেদের শেষ ডাকে সাকিবকে নেওয়ার পেছনে বড় কারণ হতে পারে সেটিই। বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস এবার খুব শক্তিশালী দল গড়তে পারেনি। মোস্তাফিজ এখানে সঙ্গী হিসেবে পাবেন মোহাম্মাদ নবি, টাইমাল মিলস, রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, জিমি নিশামদের।
তাসকিনের জন্য দেশের বাইরের লিগে খেলার অভিজ্ঞতা বলতে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তাড়নার কথা নানা সময়েই বলেছেন তিনি। এবার তার সামনে সেই সুযোগটি আছে কিছুটা। নিলামের ঠিক আগে বদলি হিসেবে দিনেশ কার্তিককে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। ভারতের এই কিপার–ব্যাটার ছাড়াও তাসকিনের দলটিতে আছেন সিকান্দার রাজা, টিম ডেভিড, টিম সাউদি, জনসন চার্লস, জেডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াসের মতো ক্রিকেটাররা। আইএল টি–টোয়েন্টিতে মোস্তাফিজ ও তাসকিনের অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন অবশ্য আছে। আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে এই লিগ। ডিসেম্বর–জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবিও। সেটি যদি হয় তাহলে আমিরাতের লিগে শুরুর কিছু ম্যাচ ছাড়া খেলতে পারবেন না বাংলাদেশের দুই পেসার। এদিকে শেষ মুহূর্তে জানা গেছে আসর শুরুর আগেই মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে ক্যাপিটালস। আইএল টি–টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে দলটি। ইতোমধ্যেই মোস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই। তবে ঠিক কি কারণে মোস্তাফিজ খেলছেন না সেটা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না মোস্তাফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।