আইএফআইসি ব্যাংকের ১৫৩ ও ১৫৪ তম শাখা হিসেবে চকরিয়া ও কেরানীহাট শাখা উদ্বোধন করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখা দুটির যাত্রা শুরু হলো।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক চকরিয়া শাখার উদ্বোধন করেন জাফর আলম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি আগ্রাবাদ শাখার ম্যানেজার ইকবাল পারভেজ চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ। এরই ধারাবহিকতায় আইএফআইসি ব্যাংকের কেরানীহাট শাখার উদ্বোধন করেন আগ্রাবাদ ব্যাংকের ম্যানেজার ইকবাল পারভেজ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।