আইআইইউসি’র ২৫ বছর পূর্তি উৎসব আজ

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৫ বছর পূর্তি উৎসব এবং বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। পুরো ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। জানা যায়, ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক, যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের ৬০ জন খ্যাতিমান শিক্ষাবিদ, সচিব, মন্ত্রী, উপমন্ত্রী, দাঈ ইলাল্লাহ ও সমাজসেবক যোগ দিচ্ছেন।

ইতিমধ্যে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল অ্যাসেম্বেলির ১১তম সাধারণ সভার সভাপতি ইসলামিক স্কলার প্রফেসর ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল মুসলিহ চট্টগ্রামে পৌঁছেছেন।

২৭ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, আইআইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, উপ উপাচার্য প্রফেসর ড. মাসরুরুল মওলা, কন্ট্রোলার অব এঙাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, প্রফেসর ড. নাজমুল হক নদভীসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু আক্রান্ত ১৮
পরবর্তী নিবন্ধ৫ নভেম্বর জনসমাবেশের মাধ্যমে শেষ হচ্ছে সিআরবি আন্দোলন