আইআইইউসির সাথে পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর পাকিস্তান সফরকালে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওআইসি’র কমিটি অন সায়েন্টেফিক এন্ড টেকনোলজিকাল কো–অপারেশনের (ওআইসি–কম্সটেক) আমন্ত্রণে বাংলাদেশের রেক্টরদের সভা ও বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে তিনি পাকিস্তান সফর করেন। তাঁর সফরসঙ্গী হিসাবে ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) অফিসের ডিরেক্টর শফিউল আলম।
পাকিস্তানের যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসি’র সমঝোতা–স্মারক স্বাক্ষরিত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাহোর ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, ফয়সালাবাদ ইউনিভার্সিটি, ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার এন্ড ইমার্জিং সায়েন্সেস ও কমস্যাট্স ইউনিভার্সিটি, সুপিরিয়র ইউনিভার্সিটি, লাহোর, পেশওয়ার ইউনিভার্সিটি, গ্রীন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সারগোধা ইউনিভার্সিটি ইত্যাদি। এই সমঝোতা চুক্তির ফলে পাকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, দু’দেশের গবেষকদের সফর অভিজ্ঞতা বিনিময়, যৌথ গবেষণা–জার্নাল প্রকল্প এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে যৌথ শিক্ষামূলক বৈজ্ঞানিক প্রোগ্রাম করা সহজতর হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করার সুযোগ সৃষ্টি হয়েছে। আইআইইউসি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি–কম্সটেক আয়োজিত বাংলাদেশের রেক্টরদের বিশেষ সভায় এবং পাকিস্তানের কয়েকটি প্রদেশে বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে যোগদান করেন। তিনি পাকিস্তানের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও পাকিস্তান সফরকালে ড. আলী আজাদী বিভিন্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং রেক্টরের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্র উন্মোচন বিষয়ে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।