আইআইইউসির ভর্তি পরীক্ষায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসার লক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নীল পদচারণায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টার ২০২২ এর অনার্স প্রোগ্রামের দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হল গতকাল মঙ্গলবার। আইআইইউসির ১৪টি বিষয়ের মধ্যে ১০টি বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন। ব্যবসায় প্রশাসন, ফার্মেসি, আরবি ভাষা ও সাহিত্য এবং আইন বিষয়ের ভর্তি পরীক্ষা আজ বুধবার অনুষ্ঠিত হবে। উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ গতকাল পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। ট্রান্সপোর্ট ডিভিশনের চেয়ারম্যান ড. মো. মহিউদ্দিন, প্রক্টর ড. নেজামুল হক, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক সিরাজুল আরেফিন ও ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৪২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের জন্য নীরবে কাজ করে গেছেন গোলাম কবির
পরবর্তী নিবন্ধটানা দুদিন মৃত্যুহীন দেশে নতুন শনাক্ত ১২১