আইআইইউসি’র বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। আইআইইউসি‘র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত ছাত্রশিক্ষককর্মকর্তাকর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার প্রদান করেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। আইআইইউসি‘র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্বে কুমিরায় নিজস্ব ক্যম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অবঃ) এবং স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক কবি চৌধুরী গোলাম মাওলা ও উপ পরিচালক মাহফুজুল ইসলাম চৌধুরী। প্রতিযোগিতার কয়েকটি ইভেন্ট ও আলোচনা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

পূর্ববর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআল-জাবের ইনষ্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা