আইআইইউসির ফরেইন ল্যাঙ্গুয়েজেস কোর্সের ওরিয়েন্টেশন

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আইআইইউসির প্রক্টর ইন্সটিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) কোসের্র ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রতিষ্ঠানের সেমিনার হলে গত শনিবার অনুষ্ঠিত হয়। আইএফএলের পরিচালক মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দার, অধ্যাপক মো. শায়খুল আজম আবরার প্রমুখ। উল্লেখ্য, আইআইইউসির ইন্সটিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এ ইংরেজি, আরবী ও তুর্কী এই তিন ভাষার কোর্স চালু আছে। তিন মাস ভিত্তিক এ সকল কোর্সে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়। আইএফএলের ২য় ব্যাচের ওরিয়েন্টেশনে বক্তারা বিভিন্ন ভাষা শিক্ষার কারিকুলাম, গুরুত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় দিক তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমহাত্মা গান্ধীর অহিংস বাণীতে বিনির্মিত হোক সমাজ