আইআইইউসির কুরআনিক সায়েন্সেস বিভাগের বিদায় ও পুরস্কার বিতরণ

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্রীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে।

গতকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, শরীয়া ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. মো. মোস্তফা কামিল মাদানী, কুরআনিক সায়েন্সেস ক্লাবের প্রেসিডেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. আরিফ বিল্লাহ, মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর এসিস্ট্যান্ট প্রফেসর ড. নোমান হাসান মাদানী। কুরআন তেলওয়াত, ইসলামি সংগীত, নির্ধারিত বিষয়ে রচনা, বক্তৃতা, ক্যালিগ্রাফি এবং দেয়ালিকা ইত্যাদি ইভেন্ট পরিচালনা করেন কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ফাতিমাতুজ জহুরা ও নাজিহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক জাহেদা খানম। আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ কাগতিয়া কামিল এমএ মাদরাসার ৯০তম এনামী জলসা
পরবর্তী নিবন্ধফারখুন্দা আফগানিস্তানের নারীদের প্রেরণার নাম