আইআইইউসির কম্পিউটার ক্লাবের ফিমেল চ্যাপ্টারের সেমিনার

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

আইআইইউসির সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং কম্পিউটার ক্লাবফিমেল চ্যাপ্টারের উদ্যোগে ‘এম্পাওয়ারিং ফিউচার লিডার্স: হায়ার এডুকেশন এন্ড রিসার্চ অপরচুনিটিস এট কাস্ট’ বিষয়ক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষিণ কোরিয়ার কাস্টএ উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব এবং গবেষণার সুযোগ নিয়ে আলোকপাত করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার কাস্টএর কৃত্রিম বুদ্ধিমত্তার পিএইচডি গবেষক মাহজাবিন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের লেকচারার সানজিদা শারমিন। উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শফিউল্লাহ, সহকারী অধ্যাপক আ..ম ইয়াসির আরাফাত, লেকচারার সাবরিনা জাহান মাইশা। প্রধান বক্তা মাহজাবিন কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা বিষয়ে শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন এবং কোরিয়ার কাস্টএ উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরে একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জাবিনের একাডেমিক যাত্রা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ারে এমআরআই মেশিন উদ্বোধন
পরবর্তী নিবন্ধধর্মপুর দরবার শরীফে মতবিনিময় সভা