আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর একাডেমিক কাউন্সিলের ৪৬তম সভা গত মঙ্গলবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিলসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিগত ৪৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে গত সেমিস্টারের একাডেমিক রিপোর্ট পেশ করা হয় ও পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। সবশেষে সভায় আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।