আইআইইউসির ইয়ুথ মার্কেটিং ক্লাবের ডিজিটাল মার্কেটিং কর্মশালা

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আইআইইউসির ইয়ুথ মার্কেটিং ক্লাব আয়োজিত ডিজিটাল মার্কেটিং কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে। বিজনেস বিভাগের শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের চ্যালেঞ্জ ও সুযোগগুলোর জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই কর্মশালা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি প্রফেসর ড. নেজামুল হক ও প্রক্টর মোহাম্মদ মোস্তফা মনির চৌধুরী । সেশনটিতে সভাপতিত্ব করেন ড. .এম. শাহাবুদ্দিন। লিড বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়সার এবং পোর্টফোলিও ম্যানেজার সানিলা শাওলিন চৌধুরী কর্মশালায় তাঁদের নির্ধারিত প্রেজেন্টেশন প্রদান করেন। তাঁরা ডিজিটাল মার্কেটিংয়ের সাম্প্রতিক প্রবণতা এবং ব্যবহারিক কৌশল নিয়ে শিক্ষার্থীদের জন্য আলোচনা করেন। নাবিলা তাসনিম ও রিজওয়ান বিন ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ডিজিটাল মার্কেটিংএর এই কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরো বলেন, আমাদের ক্লাবের এমন উদ্যোগ শিক্ষার্থীদের শুধু তাত্ত্‌িক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং শিল্পের পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত করে। প্রফেসর ড. নেজামুল হক বলেন,এমন উদ্যোগগুলো আমাদের শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশের সময় প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে। সেশনের সভাপতি এবং ক্লাবের উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. .এম.শাহাবুদ্দিন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ, যা তাদের ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। ইয়ুথ মার্কেটিং ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং তাদেরকে ভবিষ্যতের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তুলবে। বিভিন্ন সেশনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল আহসান মামুন, মোহাম্মদ তৌফিকুর রহমান, মোহাম্মদ হাবিব উল্লাহ, সাইয়েদ মোহাম্মদ হাসিব আহসান, . মোহাম্মদ আলাউদ্দিন, কুলসুম আক্তার এবং নাবিলা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ নৌবাহিনীর জাহাজসমূহ সবার জন্য উন্মুক্ত থাকবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ