আইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

আইআইইউসির ইংরেজি বিভাগের এম এ স্প্রিং ২০২৪ সেশনের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন গত ৭ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। তিনি বলেন, তোমাদের ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। আইআইইউসির সেরা বিভাগুলোর মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। এই বিভাগের শিক্ষার্থীরা দেশেবিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন। বিভাগের চেয়ারম্যান মো. ছরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন।

বক্তব্য রাখেন অধ্যাপক মো. ইয়াসিন শরীফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করছে যুব মহিলা লীগ
পরবর্তী নিবন্ধমানসম্পন্ন খাদ্য উৎপাদন ও পরিবেশন নিয়ে আলোচনা সভা