আইআইইউসির আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের সেমিনার

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

আইআইইউসির আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের এক সেমিনার গত রোববার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দীন খালেদ চৌধুরীর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার উদ্দীন স্বাগত বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আমীর মোহাম্মদ খান এবং প্রভাষক আয়েশা সিদ্দিকা। গবেষণা প্রবন্ধের উপর আলোচনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রিয়াজ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ড. সুলতানা জাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে রাজপথে আছে এবং থাকবে