আইআইইউসিতে দা‘ওয়াহ এডুকালচারাল উইক সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘দা’ওয়াহ এডুকালচারাল উইক সম্পন হয়েছে। শিক্ষার্থীদের সফট স্কিলস ডেভেলপমেন্টের অংশ হিসেবে গত ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী দাওয়াহ বিভাগের এ আয়োজনে মেইল এবং ফিমেল ক্যাম্পাসের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা (আরবি, ইংরেজি, বাংলা), আরবি ও ইংরেজি অনুবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গতকাল বুধবার এডুকালচারাল উইকের সমাপনী দিনে সেমিনার ও লেখক-আড্ডার আয়োজন করা হয়। ফিমেল একাডেমিক জোনে সায়েন্টিফিক আইডেন্টিটি অব দ্যা কুরআনিক টার্ম ‘উলুল আল বাব’: অ্যানওভারভিউ’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জিয়াউল হক। প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম। প্রবন্ধের ওপর আলোচনা করেন কুরআনিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড.মুহাম্মদ মঈনউদ্দীন। বিভাগীয় চেয়ারম্যান আ.ফ.ম নূরুজ্জামানের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক ও প্রভাষিকা জাকিয়া বিনতে আলম। প্রেস বিজ্ঞপ্তি।
উপস্থিত ছিলেন শোয়েব উদ্দীন মক্কী, উম্মে সায়া তাজকিয়া, সাইয়্যেদ নূর, সালম বিনতে শফিক, মুসলিম হায়দার প্রমুখ। প্রধান অতিথি বলেন, দাওয়াহ বিভাগের এই ধরনের সেমিনার জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য অগ্রণী ভুমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদেরকে বেশি বেশি জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবস উপলক্ষে জিপিএইচ ইস্পাতের চিত্রাংকন প্রতিযোগিতা