আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে সৌদি আরবের দাওয়াহ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারী শায়খ আলী আব্দুল্লাহ আয যুগাইবী গত ১৫ই অক্টোবর সৌজন্য সাক্ষাৎ করেন। প্রফেসর ড. নদভী শায়খ আব্দুল্লাহ আয যুগাইবীকে স্বাগত জানিয়ে বলেন, আপনার আগমন সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। সৌদি আরব বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়নে সহায়তা করছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বাদশাহ সালমানের নামে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। এসময় তিনি শায়খ আয যুগাইবীকে আইআইইউসির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের দাওয়ত প্রদান করেন। শায়খ আয যুগাইবী ড. নদভীকে ধন্যবাদ জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম, আব্দুল মতিন ভূঁইয়া, মুহাম্মদ বদিউল আলম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির,প্রফেসর ড. শাকের আলম শওক, এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রফেসর ড. মো. শাফী উদ্দীন মাদানী, অধ্যাপক আ. ফ. ম নুরুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক, আব্দুর রাহীম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সৌদি সরকারের সাহায্য-সহযোগিতায় আইআইইউসির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়া আইআইইউসির মেধাবী শিক্ষার্থীদের সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে পড়ার সুযোগ সুবিধার ব্যাপারেও আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।