আইআইইউসির আইন ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইসিআরসির যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী সার্টিফিকেট কোর্স বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইসিআরসির আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিনিধিগণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন আইন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মনজুর হোসেন পাটোয়ারী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক নাদভী।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আইসিআরসির মানবিক বিষয়ক উপদেষ্টা শরিফুল আলম, আইসিআরসির আইন বিষয়ক উপদেষ্টা মশরুর আনসারী, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল হক নাদভী, আইন বিভাগের সাবেক সভাপতি মো. রিদওয়ান গনি, ড. মোহাম্মদ মঈন উদ্দিন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দীন। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ড. মোহাম্মদ মঈন উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।