আইআইইউসি ছাত্রের মৃত্যুতে ট্রাস্টি চেয়ারম্যান ও ভিসির শোক

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইকনোমিক্স ও ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্নকারী ছাত্র রায়হান উদ্দিন রাজুর মৃত্যুতে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মৃতের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় একটি খালে পানির স্রোতে তলিয়ে গিয়ে আইআইইউসির এই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আলোচিত ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩