আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও যুক্তরাজ্যের পোর্টসমাউথ ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক ও প্রশাসনিক পর্যায়ে এক প্রাক-সমঝোতা-স্মারক-স্বাক্ষর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসির সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। পোর্টসমাউথ ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ আঞ্চলিক পরিচালক এমরান মফিজ এবং আইআইইউসির পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা এবং রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান ড. মো. মাহি উদ্দিন ও অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, পোর্টসমাউথ ইউনিভার্সিটির মার্কেট ডেভলাপমেন্ট ম্যানেজার সাইদুর রহমান ও জিএসসি গ্লোবাল সল্যুশন্স এর সিইও মো. শোয়েব চৌধুরী।
প্রাক-সমঝোতা-স্মারক-স্বাক্ষর আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও যুক্তরাজ্যের পোর্টসমাউথ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থী বিনিময়, ক্রেডিট ট্রান্সফার ও যৌথ গবেষণা নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।