আইআইইউসি ও Universiti TeknologiMARA (ইউআইটিএম) এর মধ্যে Memorandum of Agreement (MoA) সাক্ষরিত হয়। গতকাল রোববার আইআইইউসির কনফারেন্স কক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ইউআইটিএমের পক্ষে প্রতিনিধি হিসেবে প্রফেসর ড. নূর বলকিশ জাকারিয়া, প্রফেসর ড. হাইনুরাকমা রাহিম, প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক, আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রেফেসর ড. মো. নাজমুল হক নদভী, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত চুক্তির মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইউআইটিএমের প্রতিনিধিদের আইআইইউসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।