আঁরা চাটগাঁইয়া মানবিক সংস্থা গত ৯ জানুয়ারি দ্বিতীয় ধাপে পটিয়ার প্রায় সাত শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সংস্থার পরিচালক মুহাম্মদ ইমরানুল হকের তত্বাবধানে ও সংস্থার উপদেষ্টা এইচ এম এনামুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিজবাহ উদ্দীন ফয়সাল, রায়হান আহমেদ, তৌহিদ, তুহিন, বাবলু, আসিফ, ওয়াহিদ, হাশেম, মিটু, সাইদুল, সাজ্জাদ, রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
রাউজান : রাউজানের বৃক্ষবানপুর পাঁচপুকুরিয়া এলাকায় তাজকিয়ার উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১০ জানুয়ারি তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আরেফিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। তাজকিয়া রাউজান জোনের সদস্য সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান জোনের আহ্বায়ক মো. ইসতিয়াক আহমেদ ফাহিম। বিশেষ অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সাধারণ সম্পাদক আবু সালেহ সুমন, কেন্দ্রীয় সহসম্পাদক মাওলানা মুজিবুল হক, ইউপি সদস্য মো. শাহজাহান, গ্রীন হেলথ ডিরেক্টর মো. জাফর ইকবাল, তাজকিয়ার চট্টগ্রাম মহানগর জোনের আহ্বায়ক সৈয়দ সাদ ইবনে আলম, শাহাদাত হোসেন সাজ্জাদ, তাজকিয়া রাউজান জোনের সদস্য সাহেদ, তাসিম, শহীদুল্লাহ, আরমান, তুষার, কামরুল, নাহিয়ান, মোরশেদ, জুন্নুরাইন, ইকবাল, ফরিদ, করিম, বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।