আ. লীগের সাংগঠনিক দায়িত্বে আবারো হানিফ-স্বপন

চট্টগ্রাম বিভাগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির জন্য আবারো দায়িত্ব পেলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এবং সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর ঐদিনই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত রোববার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির জন্য দেশের আট বিভাগের আ. লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদক ও আট সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেন। এতে আগের মতই চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুব উল আলম হানিফ এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে।

গত রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে রংপুর ও রাজশাহী বিভাগ, মাহবুবউলআলম হানিফ এমপিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ, . . ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মণি এমপিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, আট সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, বি. এম মোজাম্মেল হককে খুলনা বিভাগ, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে চট্টগ্রাম বিভাগ, এস. এম কামাল হোসেনকে রাজশাহী বিভাগ, মির্জা আজমকে ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেনকে বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দীকে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরণটা কিসের?
পরবর্তী নিবন্ধবাহারছড়া ইউপি চেয়ারম্যান খোকন কারাগারে