পৌর নির্বাচনের মেয়র প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। ৪টি পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ে তৃণমূলের সাথে আলোচনা শুরু করেছেন নেতৃবৃন্দ। গতকাল বুধবার প্রথমদিন বিকাল ৫টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গতকাল পটিয়া পৌরসভার ৪ মেয়র প্রার্থী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন উল্লেখ করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আজ (গতকাল বুধবার) পটিয়ার মেয়র প্রার্থীদের সাথে বসেছি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভার মেয়র প্রার্থী নির্ধারণের জন্য সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে বসব। সকাল ১০টায় চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাথে, বেলা ১২টায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সাথে এবং বিকাল ৩টায় বসব বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সাথে। আমরা শুক্রবার দক্ষিণ জেলার ৪ পৌরসভার মেয়র প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠাব।
তিনি আরো বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ তাদের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে সুপারিশ পাঠাবেন। সেই সুপারিশের ভিত্তিতে জেলা থেকে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হবে। এদিকে গতকালকের মতবিনিময় সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অহমিকা, জেদ বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে আত্মঘাতি।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু জাফর, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সদস্য ও জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, বিজন চক্রবর্ত্তী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আয়ুব বাবুল, সরোয়ার হায়দার প্রমুখ। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।












