আ. লীগের নেতাকর্মীসহ চট্টগ্রামে গ্রেফতার ২৪

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন, বাকলিয়া থানার অভিযানে গ্রেফতার মোঃ হাসান (২৫), চকবাজার থানার মোঃ হাসান (৩২), চান্দগাঁও থানার মোঃ কামরুল ইসলাম (২৫), মোঃ শ্রবন মিয়া (১৯), মোঃ সোহেল (৩২), মোঃ আজাদ প্রঃ জাম্বু (৪৪), মোঃ মিলন (৩০), খুলশী থানার মোঃ ইব্রাহিম প্রঃ বাপ্পি (১৮), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ শহীন (২৬), ডবলমুরিং মডেল থানার আসামী তাসলিমা আক্তার রিয়া (২১), মাহি আক্তার (১৯), মোঃ জোনায়েদ (২৭), মোঃ শাহীন (৩২), পাহাড়তলী থানার আসামী মোঃ ইমন (১৯), জানে আলম ইমন (২২), আকবরশাহ্ থানার আসামি মোঃ সাগর (১৯), মোঃ সাইদ (২০), মোঃ নাছির ফরাজী (২৪), মোঃ নাছির হোসেন (২৪), হালিশহর থানার আসামি মোঃ আলমগীর (৪২), বন্দর থানার আসামি মোঃ আবুল ফয়েজ দুলাল (৫৬), ইপিজেড থানার আসামি মোঃ মহিউদ্দিন (৪৩), পতেঙ্গা মডেল থানার আসামি ৪০নং ওয়ার্ড কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিক (৩০) ও কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ শাহজাহান (৩৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া থেকে অপহৃতকে উদ্ধার করতে গিয়ে আরও ২ ভিকটিম উদ্ধার
পরবর্তী নিবন্ধদল গড়তে সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ