আ.লীগের দুর্দিনে কান্ডারী ছিলেন নুরুল হক

স্মরণসভায় বক্তারা

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দুর্দিনে দেশের জন্য যারা দলের হয়ে কাজ করেছেন তাদের অবদান কখনো ভুলার নয়। দলের জন্য জীবনবাজি রেখে তারা সবসময় কাজ করে গেছেন আর তাদেরই একজন হলেন মরহুম নুরুল হক। যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত দলের জন্য ব্যয় করেছেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোন কিছুর মাধ্যমে পূরণ করা সম্ভব হবেনা। বোয়ালখালী পৌরসভা আ.লীগের উদ্যোগে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর এসব কথা বলেন। গত জানুয়ারী উপজেলার এম.এ হাশেম ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন আ.লীগ নেতা আজিজুর রহমান। কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নাদের মাস্টার, মো. রাসেল, মো. ইব্রাহিম, আবু সিদ্দিক তালুকদার, মনজুর মোরশেদ, আবুল কাশেম, মঈন উদ্দিন বাদল, বেলাল মো. সাইফুদ্দিন, মো. দিদার, মো. সাজ্জাদ, আবুল মুনচুর, মোকতেয়ার মিন্টু, মো. সেলিম, নাছের, খোরশেদ আলম, জাহেদ, আরমান, রহিম তানভির, আবু তাহের, হায়দার, আবদুল আলি, উম্মর আলি, আমিরুল ইসলাম প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী