আ.লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কাল থেকে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আগামীকাল ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। একই সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমাও নেয়া হবে।

প্রতিদিন সকল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি৫১/, সড়ক/, ধানমন্ডি আ/, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ২৬ জুন সোমবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য এই আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাই পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ৩০ জুলাই ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে। চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন গত ২ জুন মারা যান।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলারোধে কাজ করবে চসিক
পরবর্তী নিবন্ধহাটহাজারী ও আনোয়ারা থানার ওসি প্রত্যাহার