আ.লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে চট্টগ্রামের ৮ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে চট্টগ্রাম থেকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৮ জন স্থান পেয়েছেন। বাকি সাতজন হলেনসাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা (হাটহাজারীর) মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী শেলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক (আনোয়ারা) রাজিন দাশ রাহুল, ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর সহধর্মিনী জান্নাতুল নুর তানিয়া, পটিয়ার তসলিম উদ্দিন রানা, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার ছেলে আমেরিকা প্রবাসী মোহাম্মদ সাজ্জাদুল হাসান, জহুর আহমদ চৌধুরীর পৌত্র নগর যুবলীগের কার্যকরী সদস্য চৌধুরী ইয়ামিন আনাম (হেলাল উদ্দিন চৌধুরী তুফানের ছেলে), চন্দনাইশের খোশেদুল আমল ইমতিয়াজ।

গতকাল সোমবার আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা করা হয়। উপকমিটিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপিকে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন। এছাড়া, ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন শিক্ষাক্রম নিয়ে কোচিং ও গাইড ব্যবসায়ীরা অপপ্রচারে নেমেছে : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রাতের অন্ধকারে কাটা হচ্ছে পাহাড়