আ. লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগং ক্লাবে বৈষম্যবিরোধীদের অবস্থান

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

নগরীর চিটাগং ক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এবং বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন পুলিশে সোপর্দ করতে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শত শত ছাত্র চিটাগং ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষুদ্ধ ছাত্ররা বলেন, জাহেদুল হক গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ ও মদদদাতা ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হবে। জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চিটাগং ক্লাবের সামনে ছাত্রদের বিক্ষোভের খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড : মাহফুজ
পরবর্তী নিবন্ধ১৩২ বছরের পুরনো হাতির বাংলো এখন জরাজীর্ণ