সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা জাফর আহমদের কবর জেয়ারত করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব।
তিনি গতকাল বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাফর আহমদের পারিবারিক কবরস্থানে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং জেয়ারতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নআহ্বায়ক আতাউর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ শাহ আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। উল্ল্লেখ্য, জাফর আহমদ তিনি ১৯৮০ সালে চট্টগ্রাম কলেজের ভিপি, ১৯৮৫–৮৯ সাল পর্যন্ত নগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে এম এ মোতালেব জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।