আ. লীগ নিষিদ্ধ ও বিচার দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর জামিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদের উত্তর গেট প্রদক্ষিণ করে দক্ষিণ গেট এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগরের সংগঠক মোহাম্মদ ইরফানুল হক, আসিফ উদ্দিন চৌধুরী, মাহিম, মো. বেলাল, আরফাত আহমেদ রনি।

মোহাম্মদ ইরফানুল হক বলেন, আজ জুলাই আন্দোলন প্রায় ১০ মাস পার হলেও এখনও কেন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হচ্ছে না? কেন দুই হাজারের অধিক ছাত্রজনতাকে শহীদ করা, ৫০ হাজারের অধিক আহত ছাত্রজনতাকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না? এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে কার্যকর বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরফাত আহমেদ রনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দ্রুত তাদের বিচারের দাবি জানাচ্ছে। যারা আবারও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি ছাত্রজনতা আবারও রাজপথে নামে, তাহলে আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। আওয়ামী লীগের বিচার করতে দিন এবং তাদের নিষিদ্ধ করার বিষয়ে সহায়তা করুন।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়িতে বাঁশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২
পরবর্তী নিবন্ধপটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটির সভা