সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
চসিক : সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার চসিকের টাইগারপাস্থ নগর ভবনের কনফারেন্স রুমে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপুসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ চৌধুরী। পরে আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন শেখ ফরিদ (র.) চসিক জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আবদুর রহমান।
কদমমোবারক মসজিদ : গতকাল বুধবার বাদ জোহর মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদে আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জননেত্রী শেখহাসিনা পরিষদের নগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, মঞ্জুর হোসেন, মৌলানা সেলিম, মৌলানা সাইফুর রহমান, মৌলানা আবুল কাশেম, মৌলানা আইয়ূব আলী প্রমুখ।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ’লীগ : আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ’লীগের দোয়া মাহফিল গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে মাহফিলে উপস্থিত ছিলেন, হাজী সিদ্দিক আলম, মোস্তাকিম বি কম, শফিউল আলম, এসএম কামাল উদ্দিন, গোলাম রব্বানী মনি, ইফতেখার আলম জাহেদ, ইসমাইল কোম্পানি, হোসেন বাদশা, আবুল বশর রুকন, এম আর ইয়াছিন, কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া প্রমুখ। মাহফিলে আ জ ম নাছির উদ্দীনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা : আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মহানগর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরীর জেএম সেন হলস্থ কেন্দ্রীয় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কৃষ্ণ মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় সাবেক সিটি মেয়রের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, লায়ন দুলাল চন্দ্র দে, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক প্রমুখ।
পলিটেকনিক ছাত্রলীগ : আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনা করে দোয়া মাফফিলের আয়োজন করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। গতকাল বুধবার পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুজিব সেনা : আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণ এবং আ জ ম নাছির উদ্দীনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল গতকাল ৪ নভেম্বর বাদ আছর অমর চাঁদ রোড রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মীর কাশেম। সরফরাজ নেওয়াজ রবিনের সভাপতিত্বে ও মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মনোয়ার জাহান মনি, সাইফউদ্দিন আহম্মেদ, এনামুল হক, আব্দুল মতিন, মো. শাহ আলম, মো. ইয়াছির আরাফাত, মো. মাসুম, এস এম জাবেদ হোসেন, মো. মুকুল হোসেন, দেলোয়ার হোসেন, মইনউদ্দিন সানি, মো. শাহজাহান, মো. মহিসন, ডা. আবদুল হাদি, রফিকুল ইসলাম রুবেল, শহিদুল আলম আরাফাত প্রমুখ।
আল ফালাহ গলি জামে মসজিদ : সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের রোগমুক্তি কামনায় মঙ্গলবার বাদ মাগরিব আল ফালাহ গলি জামে মসজিদে নগর যুবলীগ নেতা তাজউদ্দিনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও খতমে কোরান পাঠ অনুষ্ঠিত হয়। মাহফিলে নগর যুবলীগ নেতা তাজউদ্দিন, মুরাদ, সায়েম, দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা মাঈনুদ্দিন।