চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মাতা ফাতেমা জোহরা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এম পি। গতকাল সোমবার কদম মোবারক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তিনি মরহুমার কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম, রিদুয়ানুল হক টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।