অ্যাম্বুলেন্সে রোগী নেই, আছে মদ

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৮:১৫ অপরাহ্ণ

রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে দেশিয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে অ্যাম্বুলেন্স দিয়ে পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। এ সময় ৯৭ লিটার মদ উদ্ধার ও পাচারকাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

আজ রোববার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া হেডম্যানপাড়া রাস্তার মুখে কাউখালী থানা পুলিশের একটি টিম অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি মদ ও আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার আসামি মোহাম্মদ তানভীর কাদের (২১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মুন্সি ফজলুল কাদের সিকদারের ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, মাদক পাচাররোধে কাউখালী থানা পুলিশের জিরো টলারেন্স নীতির কারণে মাদক উৎপাদন এবং পাচারকারীরা এখন ভিন্নপথ অনুসরণ করছে।

রোববার সকালে বেতবুনিয়ার হেডম্যানপাড়া এলাকায় অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী-সন্তানকে হত্যা করে পাষণ্ড স্বামী’
পরবর্তী নিবন্ধস্বৈরাচারী হাসিনা গণতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে