অ্যাম্বুলেন্সে বরযাত্রী!

বহদ্দারহাট চেক পোস্টে ধরা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

গণপরিবহন বন্ধ। কঠোর বিধি নিষেধের মধ্যেও বিয়ে অনুষ্ঠানে যে অংশ নিতে হবে। বিকল্প উপায়- অ্যাম্বুলেন্স। কিন্তু তাতেও বাধ সাধলেন ট্রাফিক সার্জেন্ট। ঘটনাটা ঘটেছে বহদ্দারহাট চেক পোস্টে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভাবে মামলা দেয়া না গেলেও অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিকই।
ঘটনার বিবরণে জানা যায়, বহদ্দারহাট মোড়ে একটি অ্যাম্বুলেন্সকে সংকেত দেন দায়িত্ব পালনকারী সার্জেন্ট সাহেদ। অ্যাম্বুলেন্সে রোগীর বদলে দেখেন বিয়ের বরযাত্রী ১২ জন। চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে নতুন ব্রিজ যাচ্ছিলেন। লকডাউনের আদেশ অমান্য করলেও ওই সময়ে কোনও ভ্রাম্যমাণ আদালত না থাকায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে বিয়ের যাত্রী বহনের অভিযোগে মামলা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহিলাকে হাসপাতালে এনে সটকে পড়ল স্বজন, লাশ হিমঘরে
পরবর্তী নিবন্ধবাসা-বাড়ি, দোকানের পানি সেচে রাত পার