২০২৪ সালের শুরুতে চট্টগ্রামের মাস্টার্স ক্রিকেটে যাত্রা শুরু করে কুল ওয়ারিয়র্স। মনোমুগ্ধকর এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের আগমনি বার্তা দেয় দলটি। এর ধারাবাহিকতায় এ পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে সবকটিতেই সেমিফাইনাল পর্যন্ত খেলে ৩য় স্থান অর্জন, ফেয়ার প্লে ট্রফি, প্লেট চ্যাম্পিয়নশিপ সহ ব্যক্তিগত বেশ কিছু সাফল্য পেলেও, এবার ১২ টি দল নিয়ে বড় পরিসরে আয়োজিত কন্টিনেন্টাল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে সেরা দল হিসেবে শিরোপা জিতে নিয়েছে তারা। দলের হয়ে প্রতিটি টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করেছেন আদনান, রাব্বী, মাহফুজুল হক, হাসান নুর শামীম, মুনতাসির, জাহেদুল ইসলাম, ফজলে রানা ও রায়হান ইমন। অধিনায়ক আহমেদ রাজীব শিপলুর নেতৃত্বে দল হিসেবে অল্প সময়ের মধ্যেই কুল ওয়ারিয়র্স চট্টগ্রামের মাস্টার্স ক্রিকেটে একটি শক্তিশালী জায়গা করে নিয়েছে। সেই শিরোপা অর্জনের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কুল ওয়ারিয়র্স দলের ডিরেক্টর তৌফিকুল আলম জনি বলেন এটা একটা বিশেষ প্রাপ্তি। আমরা এর আগে ঢাকায় অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০২২ এ চ্যাম্পিয়ন ও ২০২৪ এ রানার্সআপ হলেও চট্টগ্রামের ঘরের মাটিতে এই প্রথম কোন টুর্নামেন্ট জিতলাম। বিষয়টা অসম্ভব আনন্দের। দলের আরেক অন্যতম ডিরেক্টর ব্র্যাক ব্যাংক চট্টগ্রামের কর্পোরেট হেড কায়েশ চৌধুরী বলেন এ যেনো এক স্বপ্নযাত্রা। মাত্র শুরু করে এত তাড়াতাড়ি সাফল্য পাবো আশা করিনি। সব মিলিয়ে দারুণ লাগছে। কৃতজ্ঞতা খেলোয়াড়দের প্রতি। দলের অন্য দুই পরিচালক আকিব মনসুর ও আহসানুল আবেদীন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই জয়যাত্রা অব্যাহত রাখার।