অ্যাপোলো ইমপেরিয়ালে দুই শতাধিক সফল বাইপাস সার্জারি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে গত ২০২৩ সালের জুলাই থেকে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) পর্যন্ত ২০০ জনের অধিক রোগীর হার্টের শতভাগ সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সার্জারি পরবর্তী প্রত্যেক রোগী সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফিরেছেন। হাসপাতালের চিকিৎসক টিমের অন্যান্য দক্ষতার জন্য এমন সফলতা এসেছে। তাই এখন আর বাইপাস সার্জারির জন্য রোগীরা ঢাকায় দোঁড়ঝাপ করেন না; সবাই অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ওপর আস্থা রাখছেন। গতকাল বিকেলে নগরীর জাকির হোসেন রোডে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের কার্ডিয়াক সার্জারি সেন্টারে আয়োজিত ২০০ এর বেশি বাইপাস সার্জারি সম্পন্ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবি। তিনি বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে গত দেড় বছরে ২০০ এর অধিক সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছেমৃত্যু হার শূন্য। আজকে থেকে দুই বছর আগে আমরা বাইপাস সার্জারির স্বপ্ন দেখেছিলাম। তখন আমরা ভাবতাম এই ধরনের সফলতা আসবে কী না। তবে আজকের দিনে এসে এমন সফলতা আসায় হাসপাতালের সকল চিকিৎসকনার্স ও কর্মকর্তাকর্মচারী সবাই গর্ববোধ করছি। এখন আমরা স্বপ্ন দেখছিচট্টগ্রামে আমরা বাইপাস সার্জারির পাশাপাশি অন্যান্য সেবাদানেও মাইলফলক অর্জন করতে পারবো।

হাসপাতালের ডেপুটি চিফ অব মেডিকেল সার্ভিসেস ডা. ফজল ই আকবর বলেন, আমরা মনে করি, চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় ভালো অবদান রাখছি। আমরা রোগীদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা রেখেছি। যেন সবাই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।

চিফ কার্ডিয়াক সার্জন ডা. জিয়াউর রহমান বলেন, আমরা বাইপাস সার্জারিতে অনেক এগিয়ে গেছি। আমি এই হাসপাতালের কার্ডিয়াক বিভাগে এক বছর দুই মাস ধরে আছি। আমরা কখনো সুনামের প্রয়োজন মনে করি না, আমরা সব সময় রোগীদের সুস্থতাকে প্রাধান্য দিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে সব সময় কি করলে রোগীরা ভালো সেবা পাবেন, এটি ভাবি। রোগীদের সুস্থতাকে আমরা হাসপাতালের সফলতা মনে করি।

কার্ডিয়াক এনেস্থেসিয়া বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সুমন সিকদার বলেন, ২০২৩ এর জুলাই থেকে আমাদের যাত্রা শুরু। গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ২১১টি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি। বাংলাদেশে যতগুলো কার্ডিয়াক সেন্টার আছে, আমরা সফলতার সঙ্গে বলতে পারি, আমরা কার্ডিয়াক সার্জারিতে সেরা অবদান রেখেছি। আমরা চাই রোগীরা আমাদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করুক।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে কার্ডিয়াক সেন্টারে প্রথমদিকে মাসে ৫টি বাইপাস সার্জারি করলেও বর্তমানে মাসে ১৫টি বাইপাস সার্জারি হচ্ছে। বাইপাস সার্জারির জন্য এটি দেশের অন্যতম সেরা একটি কার্ডিয়াক সেন্টার হিসেবে রূপ নিচ্ছে। অনুষ্ঠান শেষে হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের চিকিৎসক ও নার্সদের সৌজন্য উপহার তুলে দেয় হাসাপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধআগামী মাসের মধ্যেই বে টার্মিনালের সুখবর
পরবর্তী নিবন্ধগৃহায়ণের তিন প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা