অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে

জেনারেল হাসপাতালের সভায় বক্তারা

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৮ নভেম্বর থেকে গতকাল ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কনসালটেন্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. পলাশ নাগ, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ প্রমুখ। চিকিৎসককর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এন্টিবায়োটিক একটি রোগ প্রতিরোধক ওষুধ, যা শরীরে অ্যান্টিবডি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এন্টিবায়োটিক সঠিকভাবে সেবন না করলে শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয় যাতে করে মানবদেহে এন্টিবডি তৈরির বিপরীত ঘটনাও ঘটতে পারে। রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া রোগীকে এন্টিবায়োটিক সেবনের পরামর্শ প্রদান ও বিক্রি করা হতে বিরত থাকতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফাংগাল ইনফেকশন বৃদ্ধি পাচ্ছে। এন্টিফাংগাল রেজিস্ট্যান্স থেকে বাচঁতে মাস্ক পরিধান করতে হবে। রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী এন্টিফাংগাল ঔষধের ফুল কোর্স সম্পন্ন না করা ও জনবহুল পরিবেশ অপরিষ্কারঅপরিচ্ছন্ন জীবনযাপন এন্টিফাংগাল রেজিস্ট্যান্সের অন্যতম কারণ। অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারে মানব শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (অকার্যকর) হয়ে উঠছে। এটি আমাদের জন্য অত্যন্ত ভীতিকর। অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্নতা বজায় রাখলে ব্যাকটেরিয়া প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতির পাঠশালার শিক্ষক ছিলেন এবিএম আবুল কাসেম
পরবর্তী নিবন্ধদেশ-জাতির সংকট উত্তরণে সকলকে সহযোগিতা করতে হবে