অ্যানেসথেসিওলজিস্টস সোসাইটির সায়েন্টিফিক কনফারেন্স ও সভা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সোসাইটি অব এ্যানেসথেসিওলজিস্টসক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি), চট্টগ্রাম শাখার আয়োজনে সায়েন্টিফিক কনফারেন্স ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বিশেষ অতিথি ছিলেন বিএসএসিসিপিপি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মো. মুজিবুল হক খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, বিএসএসিসিপিপি’র প্রাক্তন সভাপতি প্রফেসর এম খলিলুর রহমান, সাবেক সভাপতি ডা. এবিএম মাকসুদূল আলম, বর্তমান সাধারণ সম্পাদক ডা. কাওসার সফদার, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। পরে সংগঠনের বর্তমান সভাপতি প্রফেসর ডা. একেএম শামসুল আলমের সভাপতিত্বে বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরগুলোর কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রনজন কুমার নাথ। আর বর্তমান ট্রেজারার প্রফেসর ডা. মোহাম্মদ হারুন অর রশীদ আয়ব্যয়ের বিবরণী তুলে ধরেন। শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. দুলাল দাশ সংগঠনের ২০২৩২৪ অর্থ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. প্রণয় কুমার দত্ত। আর চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হারুন অর রশীদ পুনরায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এছাড়া অধ্যাপক ডা. অলক নন্দী সহসভাপতি, ডা. রেজাউল হক টিপু যুগ্ম সম্পাদক, ডা. সৈয়দা নাফিসা খাতুন সায়েন্টিফিক ও কালচারাল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আর অধ্যাপক ডা. সত্যজিত ধর, অধ্যাপক ডা. কল্যান বড়ুয়া, ডা. তানজিম রেজা তানিম, ডা. তারেক উল কাদের কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় ফ্যামিলি ডিনার, কালচারাল প্রোগ্রাম ও র‌্যাফল ড্রএর মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বাণীগ্রামে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধফুটপাতে অবৈধ স্থাপনা পটিয়ায় জরিমানা গুণলেন ৬ ব্যবসায়ী