অ্যাডভোকেটের চেম্বার থেকে ৩ লাখ টাকা চুরি, অভিযোগ শিক্ষানবিশের বিরুদ্ধে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ মে, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর কোর্ট হিলের আইনজীবী ভবনে একজন আইনজীবীর ড্রয়ার ভেঙে অর্থ চুরির অভিযোগ উঠেছে। মো. তৌহিদুর রহমান খান নামে এক আইনজীবীর অভিযোগ, তার এসোসিয়েট (শিক্ষানবিশ আইনজীবী) পল্টন চক্রবর্তী চুরির ঘটনাটি ঘটিয়েছেন। টেবিলের পাশে রাখা একটি আয়রন শেফের ৩ নম্বর ড্রয়ার ভেঙে পল্টন চক্রবর্তী ৩ লাখ টাকা লোপাট করেছেন। গত ১৭ এপ্রিল বিকাল ৪টার দিকে আইনজীবী ভবনের মিলনায়নে চুরির এ ঘটনা ঘটে। শিক্ষানবিশ আইনজীবী পল্টন জেলার লোহাগাড়া এলাকার বাসিন্দা।

আইনজীবী মো. তৌহিদুর রহমান খান জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার এসোসিয়েট পল্টন অর্থ চুরির বিষয়টি স্বীকার করেন এবং পরদিন টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকারপত্র দেন। কিন্তু পরদিন অর্থ ফেরত দেননি। তাই বাধ্য হয়ে ২৯ এপ্রিল তিনি কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৪৬১/৩৮০ ধারায় চুরির মামলাটি দায়ের করেছেন বলে জানান।

আইনজীবী তৌহিদুর রহমান খান বলেন, ওয়াসা মোড়ের হাই লেভেল রোডে তার একটি চেম্বার রয়েছে। চেম্বারটিতে ১০ এপ্রিল আরেকটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনাটিও পল্টন ঘটিয়েছেন বলে অভিযোগ তার। সেখান থেকেও নগদ টাকা ও ১৫টির মতো বই ব্যাগে করে নিয়ে গেছেন। এ ঘটনায়ও পল্টনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কোতোয়ালী থানার এসআই মোশাররফ হোসেন আজাদীকে বলেন, অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী পল্টনকে গ্রেপ্তারের চেষ্টা করছি। জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি মো. হাসান আলী চৌধুরী আজাদীকে বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করেছি। সমাধান করতে না পারায় অভিযোগকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলি।

পূর্ববর্তী নিবন্ধসভাপতির যোগ্যতা কী হবে, জানাল মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধহামিদচরে রেস্টুরেন্ট ম্যানেজার হত্যা মামলার আসামি গ্রেপ্তার