অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের ইন্তেকাল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার গতকাল বুধবার সকাল সোয়া ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ২ টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। আব্দুল বাসেত মজুমদারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক প্রকাশ করেছেন-প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। উল্লেখ্য, বাসেত মজুমদার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদে দুই মেয়াদে ছিলেন। অর্ধশতাব্দীর বেশি সময় আইনপেশায় নিয়োজিত বাসেত মজুমদার এক দিকে দুস্থ আইনজীবীদের জন্য একটি ট্রাস্ট ফান্ড করেছিলেন, অন্যদিকে বহু মানুষকে বিনা পারিশ্রামিকে আইনি সহায়তা দেওয়ায় পরিচিতি পেয়েছিলেন ‘গরিবের আইনজীবী’ হিসেবে।

পূর্ববর্তী নিবন্ধগাজী মোহাম্মদ আবু তৈয়ব
পরবর্তী নিবন্ধচট্টলতত্ত্ববিদ আব্দুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত