কক্সবাজার শহর টেক পাড়া নিবাসী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ( ৮১) নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। তিনি স্ত্রী,দুই পুত্র,দুই কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কক্সবাজার ইন্সটিটিউট,পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, কক্সবাজার আইন কলেজের অধ্যাপক, জেলা বার আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ছিলেন। গতকাল বাদ আছর বাইতুশ শরফ মসজিদ ও কমপ্লেক্স প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম, জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কক্সবাজার জেলা শাখার সভাপতি কবি কামরুল হাসান, জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।