অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরীর ইন্তেকাল

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সন্দ্বীপের কৃতী সন্তান অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর হান্নানা বেগম মরহুমের স্ত্রী।

মরহুমের ১ম নামাজে জানাজা আজ ঢাকার কলাবাগানস্থ ডলফিন গলি জামে মসজিদে বাদে জোহর অনুষ্ঠিত হবে। আনোয়ারুল কবির চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। নেতৃবৃন্দ এক শোক বার্তায় জানান, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

উল্লেখ্য, অ্যাডভোকেট আনোয়ারুল কবির ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক জিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধহামজারবাগে দেড় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার