অ্যাড শফি উদ্দিন কবির আবিদের গণসংযোগ

চট্টগ্রাম-৯ আসনে

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী অ্যাড. শফি উদ্দিন কবির আবিদ গতকাল মঙ্গলবার ৩৫ নং বঙিরহাট ওয়ার্ডের ভেড়া মার্কেট, চেয়ারম্যান কলোনী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন রিপা মজুমদার, মো. ফরহাদ, নেভি দে,শিল্পী আক্তার প্রমুখ।

গণসংযোগকালে অ্যাড. শফি উদ্দিন কবির আবিদ বলেন, বিগত ৫৪ বছরে সাধারণ শ্রমজীবি জনগণের অবস্থার পরিবর্তন হয়নি,বরং বৈষম্য বেড়েছে। এখন মাত্র ১০ ভাগ মানুষের হাতে দেশের ৫৪ ভাগ সম্পদ কুক্ষিগত। আমরা নির্বাচনে লড়ছি। জনগণের পক্ষের শক্তি হিসেবে আমাদের শক্তিশালী করুন। তিনি তাঁর কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবারের নির্বাচন ১৭ বছরের ভোটের মতো নয় : হুমাম কাদের
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইসলামী ফ্রন্ট প্রার্থীর মোমবাতি প্রতীকের গণসংযোগ