অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালীতে মোবাইল কোর্ট

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে বোয়ালখালীতে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে এসব প্রতিষ্ঠােেনর বেশ কিছু তৈরি খাবার। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানুনগোপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন। আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা ও বিধি নিষেধ উপেক্ষা করে উপজেলার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে যাচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযানে নামেন বোয়ালখালী এসি ল্যান্ড। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় শুভ মিষ্টি বিতানকে ১৫ হাজার এবং ভাই ভাই বেকারীকে ১০ হাজার টাকা সহ এ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
পরবর্তী নিবন্ধমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে