নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ সভাপতিসহ দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুলাইন গ্রামের খালেক মেম্বার বাড়ির মো. নুরুল আবছারের ছেলে ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও উপজেলার ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটরা গ্রামের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র ও পৌরসভা ছাত্রলীগ নেতা মো. বছিরুল হক শাহিন (২৩)।
পুলিশ জানায়, বোয়ালখালীর শাকপুরা মিলিটারিপুল এলাকায় চেকপোস্টে রাত দেড়টার দিকে পুলিশ একটি সিএনজি টেক্সি থামিয়ে তল্লাশি করে। এসময় গাড়িতে থাকা সাব্বির উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে সন্দেহ হলে সাব্বিরের মুঠোফোন চেক করা হয়। মুঠোফোনে ধারণ করা ১টি একনলা বন্দুকের ছবি দেখা যায়। এ বিষয়ে অপর যাত্রী শাহিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, বন্দুকটি বিক্রির জন্য ছবি ধারণ করেছেন। তাদের দেওয়া তথ্যমতে পটিয়া পৌরসভার একটি ফ্ল্যাটে তল্লশি চালিয়ে খাটের নিচ থেকে ১টি একনলা বন্দুক, ৩টি লেডবল গুলি, ৪টি পিস্তলের গুলি, ১টি লোহার পাত, ২টি চাকু এবং আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, সাব্বির সাবেক এক ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ট সহচর হিসেবে ইয়াবা ব্যবসায় জড়িত।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম বলেন, অস্ত্রসহ আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।