অস্ত্র মামলায় লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আজাদী অনলাইন | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৭:১০ অপরাহ্ণ

অস্ত্র মামলায় কিশোরগ্যাং লিডার হিসেবে আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ও তার সহযোগী সজল দাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, অস্ত্র মামলায় সাইফুল আলম লিমন ও সজল দাশকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে লিমনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ ও সজল দাশের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।-বাংলানিউজ

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে মেহেদীবাগ এলাকার বাসা থেকে সাইফুল আলম লিমনকে নিয়ে যায় সিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ।

আদালত প্রাঙ্গণে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল লিমনকে। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় সে মামলায় গ্রেফতার দেখানো হয়।

জিজ্ঞাসাবাদে সাইফুল আলম লিমনের দেওয়া তথ্যে তার সহযোগী সজল দাশের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় আসামি করা হয় সাইফুল আলম লিমন ও সজল দাশকে।

সাইফুল আলম লিমন ২০১৩ সালে সিআরবির জোড়া খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায় লিমন জামিনে রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিপণের বিনিময়ে বান্দরবানে অপহৃত বিক্রয়কর্মীর মুক্তি
পরবর্তী নিবন্ধনগরীতে ৪ দফা দাবিতে দুই ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট পালন