অস্ত্র–ডাকাতি–মাদকসহ এগারো মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম উদ্দিন প্রকাশ টোয়েন্টি জসিম (৩৯)-কে গ্রেপ্তার করেছে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী থানাধীন বন্দর কোট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার টোয়েন্টি জসিম কর্ণফুলী থানাধীন বৈরাগ ২ নম্বর ওয়ার্ড উত্তর বন্দর গ্রামের কোট্টাপাড়া এলাকার মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন ওরফে টোয়েন্টি জসিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে তার মধ্যে ৯ টি মামলা কর্ণফুলী থানায় অপর দুইটি মামলা আনোয়ারা ও পটিয়া থানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, থানার তালিকাভুক্ত ২ নম্বর অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।












