অস্তিত্বহীন ঘটনায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে

নগর বিএনপির বিক্ষোভ সমাবেশে নজরুল ইসলাম খান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

নির্বাচনকে সামনে রেখে অস্তিত্বহীন ঘটনায় মামলা সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গত ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৯৬টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪৫ জনকে। এসব মামলায় আসামি হিসাবে ৪ হাজার ৪১২ জনের নাম উল্লেখ করা হয়। আরও ১০ হাজার ৬৬৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত জাতীয় নির্বাচনের আগেও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছিল সরকার। গতকাল বুধবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত নগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ও গায়েবি মামলা দায়ের এবং নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে’ এ সমাবেশ আয়োজন করা হয়।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের লড়াই ও পথচলা পলোগ্রাউন্ড থেকে শুরু হয়েছে। গণতন্ত্র যখন ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবে, তারেক রহমান দেশে ফিরবে এবং গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। তখন এই লড়াই পূর্ণতা পাবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, মনে হচ্ছে বাংলাদেশের জনগণকে এই সরকারের দরকার নেই। সরকারি জমি বন্ধক দিয়ে টাকা নিচ্ছে। ব্যাংক দেউলিয়া হচ্ছে। আর কেউ সেকেন্ড হোম করছে, বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে, সুইস ব্যাংকে টাকা রাখে। একটা দলের জেলার একজন নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে।

মাহবুবের রহমান শামীম বলেন, মাথাপিছু আয় শুধু ক্ষমতাসীনদের বেড়েছে আর দেশের জনগণ ফকির হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।

এ এম নাজিম উদ্দীন বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দিশেহারা সাধারণ মানুষ। তারা এখন টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। বক্তব্য দেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধডা. হাফেজুর রহমান স্মরণসভা